কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

মাদারীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর | 2023-08-17 19:57:17

বৈরী আবহাওয়া কিছুটা স্বভাবিক হওয়ার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে। এর আগে মঙ্গলবার (৬ জুন) দিনগত রাত ১২টা থেকে বন্ধ রাখা হয় সকল ধরনের নৌযান।

গতকাল বুধবার (৭ আগস্ট) সকাল থেকেও এই রুটে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।

এদিকে লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিশ্বাস নিচ্ছেন দক্ষিণবঙ্গের ঈদে ঘরমুখো মানুষ।

সকাল থেকেই স্বাভাবিক হয়েছে নৌ চলাচল 

 

কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, আবহাওয়া কিছুটা স্বভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। সকালে এ নৌরুটে সকল নৌযান চলাচল শুরু হলেই ব্যস্ততা বাড়তে থাকে কাঁঠালবাড়ী ঘাটে।

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা জানান, সকাল থেকেই শিমুলিয়া ঘাটে এসে নৌযান চলাচল বন্ধ দেখেন তারা। এরপর সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চ চলাচল শুরু করলে লঞ্চে পার হয়ে আসেন কাঁঠালবাড়ী ঘাটে। তবে পদ্মায় প্রচন্ড ঢেউ রয়েছে বলে জানান শিমুলিয়া ঘাট থেকে আসা সাধারণ যাত্রীরা।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী  ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯ টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। পদ্মায় এখনও অনেক ঢেউ আছে।' 

এ সম্পর্কিত আরও খবর