সারারাত যমুনা নদীতে ভেসে থাকার পর বগুড়ার সারিয়াকান্দি চরে আটকা পড়া মমতা আক্তার বিথী (৮) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চর থেকে পারভীন বেগম নামে স্থানীয় এক বাসিন্দা ওই শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শিশুটি চন্দনবাইশার ঘুঘুমারি গ্রামে যমুনা নদীর চরে আটকা পড়ে ছিল। তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়ার পর শিশুটি নিজের নাম মমতা আক্তার বিথী বলে জানায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দুপুর পর্যন্ত জ্ঞান না ফেরায় শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। দুপুরের পর জ্ঞান ফিরলে সে জানায়, তার নাম মমতা আক্তার বিথী। বাবার নাম মইন উদ্দিন, বাড়ি জামালপুরে। এরপর আবারো জ্ঞান হারায় সে।
উল্লেখ্য, বুধবার (৭ আগস্ট) রাতে জামালপুরের চর হাওড়াবাড়ী এলাকায় যমুনা নদীতে ২৯ জন যাত্রী নিয়ে নৌকাডুবিতে ৫ জন নিখোঁজ ছিল। তাদের মধ্যে ৮ বছর বয়সী একজন শিশুও ছিল। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদে প্রতিবেশীদের সঙ্গে ত্রাণ আনতে গিয়েছিল মমতা আক্তার বিথী। বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে অন্যদের সঙ্গে সেও নিখোঁজ হয়।
এদিকে ত্রাণ নিয়ে বাড়ি ফেরার পথে নৌকাটি ডুবে যাবার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ২৩ জনকে জীবিত উদ্ধার করা।