লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. তারেক (১২) নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল পর্যন্ত ৬ দিনেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে না পেয়ে হতাশায় রয়েছেন তার আত্মীয়-স্বজন।
নিখোঁজের ঘটনায় ৬ আগস্ট তার বাবা মো. জাবেদ হোসেন সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ তারেক উপজেলার দক্ষিণ চররুহিতা গ্রামের গোড়া হাসাগো বাড়ির বাসিন্দা। গত ২ আগস্ট রাত ৯টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তারেক ঘর থেকে বের হয়। এ সময় সে ঘরের একটি মোবাইলফোন সেট সঙ্গে নিয়ে গেছে। কিন্তু কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। সঙ্গে নেওয়া মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।
সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। তাকে ফিরে পেতে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন স্বজনরা।
দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক উল্যা বলেন, ‘তারেকের নিখোঁজের ব্যাপারে তার পরিবারের থেকে আমাদের কিছু জানায়নি। তবে আমরা বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ‘স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে পুলিশি চেষ্টা অব্যাহত আছে।’