তৃষ্ণার্ত যাত্রীদের পানি সরবরাহ করেছে সেনাবাহিনী

টাঙ্গাইল, দেশের খবর

অভিজিৎ ঘোষ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-26 17:31:47

টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) দুপ‌র দেড়টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রাপ্তে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থালে পৌঁছে লাইনচ্যুত হওয়া বগিটি অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন বিকল হয়ে পড়ে দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীরা তীব্র গরমে হাঁসফাঁস করেন। বেশি দুর্ভোগে পড়ে ট্রেনে থাকা নারী ও শিশুরা। এ পরিস্থিতিতে বঙ্গবন্ধু সেনানিবাস থেকে যাত্রীদের পানি সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গ‌াইলে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত

ট্রেন যাত্রী মারুফ জানান, হঠাৎ করে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। যে জায়গায় লাইনচ্যুত হয় তার আশপাশে কোন দোকানপাটও নেই। তীব্র গরমে পানি পিপাসায় যাত্রীরা কাহিল হয়ে পড়ছিলেন। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি বেশি হয়। পরে বঙ্গবন্ধু সেতুপূর্ব সেনাবাহিনীর তিনটি পানির গাড়ি ট্রেনের যাত্রীদের পানি সরবরাহ করেছে।

এ সম্পর্কিত আরও খবর