গাইবান্ধার ঈদবাজারে বন্যার প্রভাব

গাইবান্ধা, দেশের খবর

তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-23 13:16:20

চলতি বছর গাইবান্ধা জেলায় বয়ে গেছে ভয়াবহ বন্যা। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। আর্থিক সংকটে পড়েছে বন্যাদুর্গতরা। ফলে এর প্রভাব পড়েছে গাইবান্ধার ঈদবাজারগুলোতে।

জানা যায়, গাইবান্ধায় বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি প্লাবিত মানুষদের। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। এসব মানুষদের অর্থ সংকটসহ নানান সমস্যায় মোকাবিলা করতে হচ্ছে। কোনো কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না তারা।

বন্যার ফলে সৃষ্ট অভাব-অনটনের প্রভাব পড়েছে গাইবান্ধার কোরবানির পশুর হাটসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য স্থবিব হয়ে পড়েছে।

গাইবান্ধা জেলায় ঈদের শেষ মুহূর্তেও জমে উঠেনি কোরবানির পশুরহাট। অন্যান্য বছরের চেয়ে এ বছর গরু-ছাগল হাটে বেশি উঠলেও ক্রেতার সংখ্যা কম দেখা গেছে। ফলে কোরবানির পশুর মূল্যও অনেকটাই কমেছে। এতে করে গবাদি পশুর খামারিরা মাথায় হাত দিয়ে লোকশানের হিসাব গুনছেন। সেই সাথে ক্ষতির শিকার হচ্ছেন পশু ব্যবসায়ীরা।

এদিকে গাইবান্ধার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, বস্ত্রবিতানগুলোতে বাহারি ডিজাইনের নিত্যনতুন পোশাকের পসড়া সাঁজিয়ে বসেছেন দোকানিরা। কিন্তু ক্রেতাদের তেমন কোনো ভিড় নেই। এবার বন্যার কারণে মার্কেটে ক্রেতাদের পদচারণা কম বলে জানান বিক্রেতারা।

অপরদিকে বন্যায় সবজির ফসল নষ্ট হওয়ায় নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়েছে দ্বিগুণ হারে। সেই সাথে বেড়েছে মসলার দাম। এসব পণ্য কিনতে এসে অনেকে হিমসিম খাচ্ছেন। বন্যায় সর্বস্বহারা মানুষদের ঈদবাজার যেন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

ফুলছড়ি এলাকার নাজমুল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চরম আর্থিক সংকটে পড়েছি। তাই এবার ঈদ উপলক্ষে তেমন কিছু কেনাকাটা করতে পারিনি। এবারে ঈদ কাটবে নিরানন্দে।’

তিনি বলেন, ‘প্রতিবছর ঈদুল আজহার সময় তিনজন মিলে একটা পশু কোরবানি দেওয়া হতো। এবার অর্থ সংকটের কারণে সাতজন মিলে একটি গরু কিনেছি।’

গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, ঈদ উপলক্ষে বন্যাদুর্গত মানুষদের নানান সহায়তা করা হচ্ছে। সেই সাথে ঈদবাজারগুলোতে কেউ যেন প্রতারণার শিকার না হন- এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর