বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না সুকান্তের

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-30 06:58:10

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ থেকে সুকান্ত রোজারিও (১৯) এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। স্বপ্ন ছিলো বিশ্ববিদ্যালয়ে পড়বে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে তাদের মুখে হাসি ফোটাবে। সেই স্বপ্ন ছোঁয়ার আগেই সবাইকে ফাঁকি দিকে ওপারে পাড়ি দিয়েছে সুকান্ত।

শুক্রবার (৯ আগস্ট)  সকাল ১০টায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুকান্তের মরদেহ নাটোরের বনপাড়া ছাতিয়ানগাছা গ্রামের নিজ বাড়িতে আনা হয়।

নাটোর জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুল হক বলেন, সুকান্ত উপজেলার বনপাড়া ছাতিয়ানগাছা গ্রামের মৃত সুনীল রোজারিও’র একমাত্র সন্তান। সে নাটোরের প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী যিনি ঢাকায় আক্রান্ত হয়ে ঢাকাতেই মারা গেলেন।

সুকান্তের শিক্ষক বাবলু রেনেতোস কোড়াইয়া জানান, সুকান্ত এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি গ্রহণের জন্য ঢাকায় যায় এবং ফার্মগেট এলাকায় এক আত্নীয় বাসায় অবস্থান করছিলো। গত একসপ্তাহ যাবৎ ডেঙ্গু জ্বরে ভুগে শুক্রবার তার মৃত্যু হয়। সুকান্ত তিনবোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর