নিখোঁজের একদিন পর বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ছড়ার পানি থেকে ছাত্রলীগ নেতা নূরুল কবিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দৌছড়ি ইউনিয়নের শীলঘাট এলাকায় পাহাড়ি ছড়ার ফুইট্টাঝিড়িকুম পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা নুরুল কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান জানান, পাহাড়ি ছড়াতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) নিখোঁজ হন ছাত্রলীগ নেতা। ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় পড়ে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়েছের।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিখোঁজের একদিন পর ছড়ার পানি থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।