ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ডেঙ্গুর প্রকট। প্রতিদিন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ঈদের একদিন আগেও ডেঙ্গু আতংকে রয়েছেন সবাই।
এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৪ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি আছেন ১১১ জন।
শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানান রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৪ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৩ জন। তবে বর্তমানে ১১১ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন।
এ কে এম শাহাদুজ্জামান আরও বলেন, ১৯ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ২৮০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬৯ জন। এরমধ্যে গত মঙ্গলবার (৬ আগস্ট) এ রোগে আক্রান্ত হয়ে রিয়ানা আকতার নামে তিন বছরের এক শিশু মারা গেছে।
এদিকে ঈদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করেন তিনি। এজন্য প্রাথমিক প্রস্তুতিও রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। একইসঙ্গে নগরীর বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান ও বেড প্রস্তুত রাখা হয়েছে।