পাটুরিয়া ঘাটে যাত্রীদের তৃষ্ণা মিটাচ্ছে আখের রস

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-30 18:18:54

পাটুরিয়া ঘাট থেকে: আসন্ন ঈদ উপলক্ষে পাটুরিয়া ঘাটে প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করা ঘরমুখো মানুষের তৃষ্ণা মিটাচ্ছে আখের রস। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বাসের মধ্যে বসে থাকা যাত্রীরা পানির পিপাসা মিটাচ্ছে আখের রস পান করে।

আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে বেড়েই চলেছে ছোট গাড়ির সারি

শনিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় সরেজমিন পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায় ঢাকা-আরিচার সংযোগ সড়কে রয়েছে যাত্রীবাহী বাসের লম্বা সারি। সড়কের আশে পাশে খাবার পানির  কোন ব্যবস্থা না থাকায় যাত্রীরা সড়কের পাশে ভ্রাম্যমাণ আখের রসের দোকান থেকে রস কিনে পান করছেন। সড়কের পাশে প্রায় অর্ধশত ভ্রাম্যমাণ আখের রসের দোকান রয়েছে।

মাগুরার বাসিন্দা আজমল শেখ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, সকাল থেকে পরিবার নিয়ে বাসের মধ্যে বসে আছি। বাসা থেকে যে খাবার পানি এনেছিলাম তা এরই মধ্যে শেষ হয়ে গেছে। তাই আপাতত পানির পিপাসাটা আখের রস খেয়ে মিটাচ্ছি।

আখের রস বিক্রেতা নবগ্রামের মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ঘাটে জ্যাম লাগলেই আমরা ভ্রাম্যমাণ রসের দোকান দিয়ে থাকি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমরা এক গ্লাস রস ১০ টাকা দরে বিক্রি করি।

আরও পড়ুন: ফেরিতেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

দূরপাল্লায় ভোগান্তি, লোকালে শান্তি

এ সম্পর্কিত আরও খবর