চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী জিমি (২৫) নামে বরেন্দ্র স্যাটেলাইটের লাইনম্যান (ক্যাবল শ্রমিক) মারা গেছেন।
শনিবার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত শ্রী জিমি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের টিকইল গ্রামের মুকুল বর্মনের ছেলে।
বরেন্দ্র স্যাটেলাইটের মালিক রফিকুল ইসলাম কচি জানান, শনিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল ক্রসিংয়ে বিদ্যুতের পোলে ডিসের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শ্রী জিমি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আমনুরা বরেন্দ্র ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেখানেই মারা যান শ্রী জিমি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘একজন ক্যাবল শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। এখন কী অবস্থা সে বিষয়ে খোঁজ নিয়ে জানাতে পারব।’