সাদুল্লাপুরে এতিমদের মাঝে নতুন বস্ত্রের ঘ্রাণ

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-09 23:50:50

ঈদ আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধার সাদুল্লাপুর কওমি মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হল নতুন বস্ত্রের ঘ্রাণ। শনিবার (১০ আগস্ট) এতিম সন্তানদের নতুন বস্ত্র হিসেবে দেওয়া হয়েছে পাঞ্জাবি-পায়জামা।

সাদুল্লাপুর বহুমূখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সনের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ওইসব বস্ত্র বিতরণ করা হয়। এসয়ম উপস্থিত ছিলেন মাদরাসা সুপার তছলিম উদ্দিন, আয়োজক বেলায়েত হোসেন মিন্টু, মামুন মিয়া, জিকো মিয়া, মমিন হোসেনসহ অনেকে।

মাদরাসা সুপার তছলিম উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীরা নতুন জামা পাওয়ায় আমি অনেক আনন্দিত। অসহায় সন্তানের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের তৌফিক দান করুক।'

আয়োজক বেলায়েত হোসেন মিন্টু বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'এতিম সন্তানরা যাতে করে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আটজন এতিম শিক্ষার্থীকে পাঞ্জাবি-পায়জামা প্রদান করা হয়েছে।' প্রতি ঈদে তারা এই উদ্যোগ নেন বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর