নাটোরের আড়তগুলোতে চামড়া ক্রয়ের প্রস্তুতি

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-28 15:34:07

নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় চামড়া আড়তগুলোতে চলছে চামড়া ক্রয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল সোমবার কোরবানির পর দুপুর থেকে শুরু হবে কাঁচা চামড়া কেনাবেচা। স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ঘুরে চামড়া কিনে এই বাজারে বিক্রি করবেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে চকবৈদ্যনাথ মোকাম ঘুরে দেখা যায়, চামড়া সংরক্ষণের জন্য আড়ত পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন কর্মচারীরা। কোনো কোণো আড়তে সংস্কার চলছে। চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য লবণ গুদামজাত করছেন ব্যবসায়ীরা।

ঈদের দিন থেকে আড়তগুলোতে কাজের জন্য শ্রমিক কর্মচারীদের অগ্রিম টাকাও দিয়েছেন অনেক ব্যবসায়ী। তাই কোরবানি সামনে রেখে চামড়ার আড়তগুলোতে মালিক-শ্রমিকদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম শরিফ জানান, ইতোমধ্যে ব্যবসায়ীরা চামড়া ক্রয় ও সংরক্ষণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সেই সাথে কর্মচারীদেরও অগ্রিম পারিশ্রমিক প্রদান করা হয়েছে। মৌসুমী ব্যবসায়ী ও ফড়িঁয়াদের সতর্কতার সাথে চামড়া ক্রয় ও লবণ দ্বারা কাঁচা চামড়া সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর