নাটোরে গরুর দাম কম, মাংসের দোকানে ভিড়

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-31 23:31:55

কোরবানির আগের দিন নাটোরের সবচেয়ে বড় পশুর হাট তেবাড়িয়া হাটে পর্যাপ্ত পশুর বিপরীতে ক্রেতা সমাগম কম লক্ষ্য করা গেছে। এ নিয়ে শঙ্কায় রয়েছেন গরু ব্যবসায়ীরা।

রোববার (১১ আগস্ট) দুপুরে একটি মাঝারি সাইজের গরু ৪০ হাজার টাকা দাম হাঁকলেও শেষ পর্যন্ত ৩৬ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। সন্ধ্যার পর ক্রেতা সমাগম না হলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন গরু ব্যবসায়ীরা।

এদিকে তেবাড়িয়া হাট প্রায় খাসিশূন্য। দুপুরের মধ্যেই প্রায় সব খাসি বিক্রি হয়ে গেছে। দুপুরের পর অল্প সংখ্যক খাসি হাটে এলেও চড়া দাম হাঁকছেন বিক্রেতারা।

নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড় বেড়েছে মাংসের দোকানগুলোতে। যারা কোরবানি করছেন না তারা গরুর মাংস কিনছেন প্রতিকেজি ৪৫০ থেকে ৪৮০ টাকা কেজি দরে।
এছাড়া ভিড় বেড়েছে মুরগির দোকানেও।

তেবাড়িয়া হাটের গরু ব্যবসায়ী আবদুস সালাম জানান, কোরবানির কারণে পশুর চাহিদা বেশি হওয়ার কথা থাকলেও বিভিন্ন এলাকা থেকে তেবাড়িয়া হাটে প্রচুর গরু আসায় কম দামে ব্যবসায়ীরা গরু বিক্রি করছেন।

এ সম্পর্কিত আরও খবর