নোয়াখালীতে কোরবানির গরুর চামড়া নিয়ে দুরবস্থা সৃষ্টি হয়েছে। চামড়ার নজিরবিহীন দরপতনে কোরবানি দাতারা যেমন দাম পাননি, তেমনি দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরাও।
মঙ্গলবার (১৩ আগস্ট) জেলার বিভিন্ন উপজেলা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় যারা কোরবানি দিয়েছেন তারা জানান, পশুর চামড়ার দাম এক কথায় নেই বললেই চলে। ৭০ হাজার থেকে লাখ টাকার ওপরে কেনা গরুর চামড়া কোরবানি দাতাদের কাছ থেকে মৌসুমি ব্যবসায়ীরা ক্রয় করেছেন ৩৫০ থেকে ৪৫০ টাকায়। ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার গরুর চামড়া ক্রয় করেছেন ২৫০ থেকে ৩০০ টাকায়।
এদিকে কোরবানি দাতারা পানির দামে ছাগলের চামড়া বিক্রি করেছেন। ১০ হাজার থেকে ২০ হাজার টাকার ছাগলের চামড়া বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪৫ টাকায়।
জেলার মৌসুমি চামড়া ব্যবসায়ী মো. জাকের হোসেন জানান, ঈদের দিন নোয়াখালীর প্রায় ৬টি উপজেলা থেকে ২০০ থেকে ৩০০ টাকা দরে ৫০০ পিস চামড়া ক্রয় করেন তিনি। পরে বেশ কয়েকটি আড়তে গিয়ে চামড়া বিক্রি করতে চাইলে পিস প্রতি দাম বলছে ৮০ থেকে ১০০ টাকা।