সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে ৮৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নতুন ৪ জন সহ ৩৭ জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫২ জন।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় ৩০৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এদের মধ্যে ২৫৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৩ দিনে মোট ৩০৭ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুই-তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় জেলার স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।