ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই চুয়াডাঙ্গাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যার ফলে ঈদের আনন্দে একটু ভাটা পড়ে বড়দের মাঝে। তবে দমাতে পারেনি ছোট্ট শিশুদেরকে। বিকেল শুরু হতেই চুয়াডাঙ্গার বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি দেখা গেছে চোখে পড়ার মতো। শিশুদের সঙ্গে সঙ্গে বড়রাও এসেছে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে।
শহরের ফেরিঘাট রোডের শিশু স্বর্গে বিকেল থেকেই শিশুদের নিয়ে ঘুরতে আসে পরিবারের সদস্যরা। নাগরদোলা, চরকি আর দোলনায় চড়ে শিশুদের উচ্ছ্বাসে বিনোদন কেন্দ্রটির চারপাশ হয়ে ওঠে মুখরিত। ঘুরতে আসা শিশুরা অধিকাংশ বাইরে থেকে চুয়াডাঙ্গাতে বাবা মায়ের সঙ্গে ঈদ করতে এসেছে।
শহরের পুলিশ পার্কে গিয়ে দেখা গেছে শিশুরা তাদের আনন্দ নিয়েই পার্কে মেতে বেড়াচ্ছে। বিভিন্ন প্রজাতির প্রাণী হরিণ খরগোশ বানরের সঙ্গে সেলফি, স্পিড বোটে পরিবারের সঙ্গে নদী ভ্রমণে দেখা গেছে শিশুদের।
বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা ছোট্ট শিশু সাইমা টাঙ্গাইল থেকে নানুর বাসা চুয়াডাঙ্গাতে প্রথম ঈদ করতে এসেছে। বাবার সঙ্গে বিকেলে ঘুরতে এসেছে পুলিশ পার্কে। সাইমা জানায়, সে দোলনা ট্রেনে চড়ে ভীষণ খুশি।
সাইমার মতোই টুসি চাচ্চুর সঙ্গে এসেছে বিনোদন কেন্দ্রে। সবার সাথে নৌকাতে চড়ে নদী দেখেছে সে।
এদিকে ঈদকে কেন্দ্র করে শহরের বিএিডিসি এলাকা, স্টেডিয়াম সহ জেলার দামুড়হুদার ডিসি ইকো পার্কেও দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে আগত দর্শনার্থীরা বলছে, শিশুদের জন্যই তাদের ঘুরতে আসা।