বৈরী আবহাওয়ার কারণে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আবহাওয়া অনুকূলে আসলে বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিটে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়। তবে বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল।
এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাট ইনচার্জ সোলাইমান জানান, উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে গতকাল সকাল সাড়ে ৮টা থেকে সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকালে আবহাওয়া অনুকূলে আসলে প্রায় ২২ ঘণ্টা পর পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হয়। তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে এখনো।