দেশে সামাজিক উন্নয়ন প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-28 05:15:45

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন প্রয়োজন। সামাজিক উন্নয়ন আমরা পেতে পারি যদি আমাদের ছেলে মেয়েদের লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ তৈরি করতে পারি।  খেলাধুলার সঙ্গে জড়িত থাকলে তারা মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে। তাহলে দেশের সুন্দর ভবিষ্যৎ হবে, দেশ এগিয়ে যাবে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কর্নেল মালেক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গড়পাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত কর্নেল মালেক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় লেমুবাড়ি সবুজ মুকুল মেলা  (১-০) এক শূন্য গোলে গাছবাড়ি একাদশকে পরাজিত করে।

কর্নেল মালেক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান  আফসার উদ্দীন সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম , জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি  অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর