ছবি তুলতে গিয়ে যমুনা নদীতে পড়ে শিশু নিখোঁজ

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-31 14:03:36

টাঙ্গাইলের ভুঞাপুরে ঈ‌দ উপলক্ষে পরিবারের সঙ্গে যমুনা নদী‌তে গি‌য়ে ছ‌বি তোলার সময় বালু উত্তোলনকারী ভল‌গেট থে‌কে প‌ড়ে রা‌বেয়া না‌মের পাঁচ বছ‌রের এক কন্যা শিশু নি‌খোঁজ হয়ে‌ছে। সে ওই উপজেলার পুনর্বাসন গ্রা‌মের এরশাদ আলীর মে‌য়ে। শিশু‌টি‌কে উদ্ধার কর‌তে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা কাজ কর‌ছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকা‌লে উপ‌জেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন বাজার এলাকার যমুনা নদী‌তে এই ঘটনা ঘ‌টে।

ত‌বে বালু উত্তোলনের জন্য সেখা‌নে রাখা একা‌ধিক ভল‌গেট থাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হ‌চ্ছে না বলে জা‌নি‌য়ে‌ছেন ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা।

‌নি‌খোঁজ রাবেয়ার চাচা সাদ্দাম হোসেন বলেন, 'পরিবারের সবাই ল্যাংড়া বাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে যাই। এ সময় রাবেয়ার বাবা এরশাদ আলী রাবেয়াকে বালুবাহী ভলগেটের উপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে সে নদীতে পড়ে যায়। স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তার কোনো খোঁজ পায়নি। প‌রে পুলিশ ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ত‌বে রাত ৯টা পেরিয়ে গে‌লেও রা‌বেয়ার কোনো সন্ধান পাওয়া যায়‌নি।'

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, 'খবর পে‌য়েই টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখা‌নে শিশু‌টি নি‌খোঁজ হ‌য়েছে সেখা‌নে বালু উত্তোলনের জন্য একা‌ধিক ভল‌গেট রাখা হ‌য়ে‌ছে। ভল‌গেটগু‌লো না সরালে উদ্ধার অভিযান সম্ভব নয়। ভল‌গে‌টের মা‌লিক‌দের সেগু‌লো স‌রি‌য়ে নি‌তে বলা হ‌য়ে‌ছে।'

এ সম্পর্কিত আরও খবর