ঝুলে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-09-01 13:35:41

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চাপারহাট কিন্ডারগার্টেনের ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তোষ মালি (৩৭) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৫ আগস্ট) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে। সন্তোষ মালি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারি গ্রামের রাখাল মালি ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো চাপারহাট কিন্ডারগার্টেনের পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ মালি কিন্ডারগার্টেনে ঝাড়ু দিতে আসেন। এ সময় মাথার ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সন্তোষ মালির গায়ে জড়িয়ে যায়।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোশ মালির। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছি। বিদ্যুতের মূল তারের সঙ্গে জড়িয়ে ঝাড়ুদারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর