যানবাহনের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী | 2023-08-24 16:17:27

বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত ঘাট এলাকা ছিল একেবারেই ফাঁকা। যানবাহনের জন্য ফেরিগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কিন্তু একটু সময় বাড়ার সাথে সাথেই পাল্টে গেছে ঘাটের চিত্র।

বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি অপেক্ষা করছে ফেরির জন্য।

তবে যাত্রীবাহী বাসকে কিছু সময় অপেক্ষা করতে হলেও ছোট গাড়িগুলোকে এখনো পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। ফেরির টিকিট নিয়ে সরাসরি নদী পার হচ্ছে সেগুলো।

দৌলতদিয়া ঘাট ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর আবুল বাশার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষ কর্মস্থালে ফিরছে। শুক্রবার ছুটির দিন থাকায় বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়ছে। তবে সিরিয়াল অনুযায়ী আগের বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘হঠাৎ করে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে আমাদের দৌলতদিয়া প্রান্তের ছয়টি ফেরি ঘাটই প্রস্তুত রয়েছে এবং ১৯টি ফেরি নিয়মিত চলাচল করছে।’

আরও পড়ুন: দৌলতদিয়া ঘাট ফাঁকা

এ সম্পর্কিত আরও খবর