গোপালগঞ্জে সাধারণ ওয়ার্ডে ডেঙ্গু রোগী ভর্তি

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-09-01 15:10:27

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বেড দিতে না পারায় ডেঙ্গু রোগীদেরকে হাসপাতালের ফ্লোর ও সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা গেছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক জানান, হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত ১৫০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ২৮ জন। হাসপাতালে পৃথক দুইটি ডেঙ্গু সেলে ১৬টি বেড রয়েছে। বাকিদের সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. তরুণ মণ্ডল জানান, গোপালগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগী ২২২ জন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসা দিতে জেলার সব চিকিৎসকদের নির্দেশ দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর