ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-18 04:12:16

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউনুস শেখ (৫৫) নামে এক ব্যাক্তি মারা গেছেন।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। ইউনুস শেখ রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, ‘ইউনুস শেখ গত ১২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।’

আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একই ওয়ার্ডে চিকিৎসাধীন মাগুরা সদর উপজেলার চদপুর গ্রামের বাসিন্দা কৃষক মো. মিজানুর রহমানের ছেলে ও স্থানীয় সত্যজিৎপুর কলেজের মানবিক বিভাগে দ্বাদশ বর্ষের শিক্ষার্থী সুমন বাশার (২২) মারা যান।

এ নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত মোট পাঁচ জনের মৃত্যু হলো।

ফরিদপুরের সিভির সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতারে ৮৯জন রোগী ভর্তি হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৭২ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬১১ জন, রেফার্ড করা হয়েছে ১৩১ জন। ২০ জুলাই থেকে আজ পর্যন্ত ভর্তি হয়েছে ১ হাজার ১১৯ জন। এ পর্যন্ত মারা গেছে পাঁচজন।

এ সম্পর্কিত আরও খবর