বেনাপোলে ৪০ হাজার ইউএস ডলারসহ এক নারী আটক

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-08-31 16:03:30

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে সুরাইয়া বেগম (৩৫) নামে এক নারীকে ৪০ হাজার ৪০০ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৭ আগস্ট) রাত ১১ টার সময় ঢাকাগামী একটি বাস থেকে তাকে নামিয়ে ব্যাগ তল্লাশি করে এসব বৈদেশিক মুদ্রা আটক করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। আটক সুরাইয়া উত্তর ঢাকার  শাহ আলমের স্ত্রী।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পায় এক নারী বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ খবরে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করা হয়। এ সময় পরিবহনে থাকা সুরাইয়া নামে এক নারীকে আটক করা হয়। পরে তার সাথে থাকা হাত ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪০০ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর