বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার কালো তালিকাভুক্ত আসামি মেহেদী হাসানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) বিকেল ৫টায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান ঢাকা গাজিপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়ার নেদু মোল্যা রোড এলাকার মোতালেব হোসেনের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বার্তাটোয়েন্টিফোরকে জানান, ভারতে যাওয়ার জন্য সে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায় সে একাধিক মামলায় কালো তালিকার আসামি। পরে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, তার নামে গাজিপুর আদালতে একাধিক মামলা রয়েছে। মামলাগুলো হচ্ছে দায়রা, ৩১১/১৯ সি আর ৯৬/১৮, ৩০৯/১৯ সিআর ৯৪/১৮ , সি আর ৩০৭, সি আর ৯২/১৮ সি আর ২১৩/১৮ সি আর ৩৫৭৮/১৮, সি আর ২৫৫৬/১৮।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আসামি পোর্ট থানার হেফাজতে আছে। তাকে সংশিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।