মানিকগঞ্জে বাস মালিকসহ ৩ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-09-01 23:23:12

ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় ও তাদের লাঞ্ছিত করায় পদ্মা লাইন পরিবহনের এক বাস মালিকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পদ্মা লাইন পরিবহনের মালিক ফরিদ আহমেদ। বাড়তি ভাড়া ও যাত্রী লাঞ্ছিত করার দায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও বাড়তি ভাড়া নেওয়া ও দ্রুত গতিতে বাস চালানোর দায়ে সেলফি পরিবহনের চালক সবুজ হোসেন ও হেলপার হাবিল মিয়াকে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে বাসটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকামুখী ৮টি বাসে ২৬ হাজার টাকা জরিমানা ও ১৫টি বাস থেকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া হিসেবে আদায় করা ৩৭ হাজার ৫০০ টাকা ফেরত দেয়া হয়। এছাড়া ওই তিনজনকে কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী হয়রানি বন্ধে ওই অভিযান চালানো হয়। যা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর