চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার (১৯ আগস্ট) সুলতান (২১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সুলতান একই এলাকার ভূমিহীনপাড়ার তুরাপ আলির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রোববার (৪ আগস্ট) দুপুরে খালি বাসায় শিশুটিকে ধর্ষণ করে সুলতান। বাবা-মা বাসায় ফিরলে শিশুটি ঘটনাটি তাদের অবহিত করে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সোমবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক সুলতানকে ভূমিহীন পাড়ার নিজ বাড়ি থেকে আটক করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।