যশোরের বেনাপোল সীমান্ত থেকে অস্ত্রসহ শিমুল (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে বেনাপোলের বড়আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শিমুল ওই গ্রামের আলী হোসেন মধুর ছেলে।
যশোর র্যাব-৬ এর এএসপি সমীর সরকার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভেতর থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে তাকে যশোর র্যাব সদর দপ্তরে রাখা হয়েছে।
এদিকে আটক শিমুলের মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র আমার ছেলের না। আমার বাড়িতে আগে যশোর শহরের তপন নামে এক ব্যক্তি তার স্ত্রী ছনিয়াকে নিয়ে ভাড়া থাকতেন। এই অস্ত্র তাদের হতে পারে।’