জমি নিয়ে বিরোধের জেরে মেয়ে নিহত, বাবা আহত

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 13:42:32

কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত নারীর বাবা ফরহাদ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের ফরহাদ আলী (৬০) তার জমিতে ধান রোপণ করতে গেলে তার বড় ভাই ফারছেদ আলীর ছেলে ছয়ফুল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপাতে থাকে।

এ সময় ফরহাদ আলীর কন্যা সাজিনা বেগম (৪৫) বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকেরা তাকেও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাজিনা বেগমের মৃত্যু হয়।

হামলায় জড়িত সোহেল (১৮) ও সুলতানা বেগম (৩৬) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, দুই বছর আগে মৃত সাজিনার ছোট ভাই তাজুল ইসলামকেও প্রতিপক্ষ হত্যা করেছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণকুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর