জামালপুরে দুইটি বেসরকারি হাসপাতালকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ আগস্ট) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও আকাশ কুমার কুণ্ডু শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় গ্রিন লাইফ জেনারেল হাসপাতাল এবং আইডিয়াল মা ও শিশু জেনারেল অ্যান্ড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় হাসপাতালে সার্বক্ষণিক ডাক্তার না থাকা, পর্যাপ্ত নার্স না থাকা, লাইসেন্সের শর্তাবলী না মানা, অপরিচ্ছন্নতা, রোগীদের প্রতি অবহেলা ও দায়িত্বহীনতাসহ বিভিন্ন অভিযোগে প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরিস নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৯(চ), ১৩(২) ধারায় গ্রিন লাইফ জেনারেল হাসপাতালের মালিক আল মাসুদকে ৫ হাজার টাকা এবং আইডিয়াল মা ও শিশু জেনারেল অ্যান্ড হাসপাতালের মালিক মো: কামরুল হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় গ্রিন লাইফ জেনারেল হাসপাতালকে ৫০ হাজার এবং আইডিয়াল মা ও শিশু জেনারেল অ্যান্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।