ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীর শাস্তি দাবি

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও | 2023-08-25 03:36:10

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুর ওপর হামলাকারী বাপ্পির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ঠাকুরগাঁও জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিকেরা উপস্থিত হন।

আরও পড়ুন: ধারালো অস্ত্রের কোপে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস, বদরুল ইসলাম বিপ্লব, হারুন অর রশিদ,কামরুল ইসলাম রুবাইয়াত, ফজলে ইমাম বুলবুল প্রমুখ।

বক্তরা দাবি করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা করা সহজ ব্যাপার নয়। এর সঙ্গে প্রভাবশালী কেউ জড়িত থাকতে পারে। কাজেই হামলাকারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ইদ্ধনদাতাদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকেরা।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রোববার (১৮ আগস্ট) দুপুরে শহরের চিহ্নিত মাদকসেবির ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন তার বন্ধু সাদেকুল ইসলাম সাদিক। এ ঘটনায় তাৎক্ষণিক বাপ্পিকে আটক করেছে পুলিশ। আটককৃত বাপ্পি ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

এ সম্পর্কিত আরও খবর