ফরিদপুরে পৃথক বজ্রপাতে নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জেলার সালথা, নগরকান্দা ও আলফাডাঙ্গা উপজেলায় এই ঘটনা ঘটে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামে ঈদ্রিস আলীর স্ত্রী বাড়িতে রান্না করার সময় হাসি বেগম (৪৫) নামে এক নারী ও একই ইউপির বাতা গ্রামে সৌদি আরব প্রবাসী বিল্লাল মাতুব্বর (৪৭) ছেলেকে নিয়ে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সরদার মনিরুজ্জামান জানান, তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের ইমরান ব্যাপারী কুমার নদে পাট ধোয়া ( পরিস্কার) করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
এছাড়া জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো.বিল্লাল মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে তিন ভাই হঠাৎপাড়া এলাকার একটি খালের পানিতে পাট ধুচ্ছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হাফিজুর শরিফ ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি জেলার সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে।