নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকির হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কৃষ্টপুর গ্রামের নবী হোসেনের ছেলে।
শিশুটির পারিবারের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু জাকির হোসেন সবার অজান্তে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির করে পুকুরে ভাসমান অবস্থায় শিশু জাকিরের মরদেহ দেখতে পায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।