নাটোরে স্বামী-স্ত্রীসহ চারজনের অপমৃত্যু

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-22 14:40:29

নাটোরের গুরুদাসপুরে দাম্পত্যকলহে স্বামী-স্ত্রীসহ চারজনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে আবু হাসান (২২) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৯) শনিবার (২৪ আগস্ট) ভোরে নিজগৃহে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুইজনই মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু অপমৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সাথে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্ক ধরে বিয়ে হয়। কিন্তু মাঝে মধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলতো। এক পর্যায়ে শনিবার ভোরে একসঙ্গে বিষ (গ্যাস ট্যাবলেট) পান করেন তারা।

অপরদিকে গুরুদাসপুর পৌর এলাকার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে কর্মরত অবস্থায় আসাদ (২৫) নামের এক নির্মাণ শ্রমিক শনিবার সকাল ৯টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আসাদ নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া গ্রামের মকলেছ আলীর ছেলে।

অপরদিকে উপজেলার পিপলা মিস্ত্রিপাড়া গ্রামের রাসেলের স্ত্রী বৃষ্টি খাতুন (১৮) শুক্রবার সন্ধ্যার দিকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার শালমারা গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বৃষ্টি ও রাসেলের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম এসব অপমৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর