ভারতে পাচার তরুণীকে ফেরত

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-20 14:54:35

ভারতে পাচার হওয়া ববিতা রানী (২২) নামের এক বাংলাদেশি তরুণীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা।

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩টায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বিএসএফ সদস্যরা তাকে বেনাপোল বিজিবির হাতে তুলে দেয়।

ফেরত তরুণী নীলফামারীর সদর এলাকার বাসিন্দা। 

যশোরের একটি এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছেন।

পাচারের শিকার ববিতা রানী জানান, ভালো কাজের কথা বলে তাকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে দালালরা তাকে হাওড়া স্টেশনে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। সেখান থেকে লিলুয়া নামের একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। প্রায় ৩ বছর পর সে দেশে ফিরছে।

বেনাপোল আইসিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এ সম্পর্কিত আরও খবর