ফেনীতে ট্রেনে কাটা পড়ে ইমদাদুল হক অপু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ আগস্ট) সকালে শহরের গোডাউন কোয়ার্টার এলাকার রেলক্রসিংয়ে ট্রেনের কাটা পড়ে মারাত্মক আহত হন তিনি। ফেনীতে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান ওই কিশোর।
নিহত অপু ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৌলভীবাড়ীর জোবায়ের আহমদের ছেলে এবং ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৮ ব্যাচের ছাত্র ছিল।
ফেনী জিআরপি থানার পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, 'দুপুরে চাঁদপুর থেকে চট্রগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় অপু দ্রুত রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চট্রগ্রাম নেওয়ার পথে ইমদাদুল হক মারা যায়।