টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-28 00:53:42

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হাসান (৩০) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (২৬ আগস্ট) ভোররাতে টেকনাফের জাদিমোরা পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত হাসান নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আমিরুল ইসলামের ছেলে। হাসান যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার অন্যতম আসামি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকের পর হাসানকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসানের বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর