প্রাণ বাঁচাতে হেলমেট বিতরণ

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর | 2023-08-31 10:11:13

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের প্রাণ বাঁচাতে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মেহেরপুর জেলা পুলিশ। প্রতিদিন অভিযানের মাধ্যমে হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ আগস্ট) সকালে বিনামূল্যে অর্ধশত হেলমেট বিতরণ করা হয়েছে।

মেহেরপুর শহরের কলেজমোড়ে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে চলমান এই অভিযানে যাদের কাগজপত্র ঠিকঠাক রয়েছে তাদের হেলমেট বিতরণ করা হচ্ছে।

মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, দুর্ঘটনা কমানো, প্রাণ বাঁচানো ও সড়কের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে। মোটরসাইকেল চালক ও আরোহীরা যাতে হেলমেট পরা নিশ্চিত করেন তার জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়াও অন্যান্য যানবাহনের বিষয়ে অভিযান চলমান রয়েছে।

মেহেরপুর ট্রাফিক সূত্রে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিনই অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর