শুকিয়ে যাওয়া বন্যার পানিতে মাছ ধরার উৎসব

কুড়িগ্রাম, দেশের খবর

জুয়েল রানা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম | 2023-08-10 23:17:59

কুড়িগ্রামে বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর নিচু জমির পানি অন্য জমিতে স্থানান্তর করা হচ্ছে। এদিকে এসব জমিতে হাঁটু কিংবা কনুইয়ের নিচের পানিতে লুকিয়ে থাকা মাছ ধরার উৎসবে মেতে উঠেছে  এলাকার শিশুসহ নানা বয়সী নারী ও পুরুষরা।

সোমবার (২৬ আগস্ট) মাছ ধরার এমন উৎসবমুখর দৃশ্য দেখা গেছে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের ভাঙ্গামোড় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে।



সরেজমিনে দেখা যায়, প্রায় ৫০-৬০ জন শিশু দলবদ্ধভাবে কনুইয়ের নিচে থাকা একটি জমির পানি অন্য জমিতে স্থানান্তরের পর হাত দিয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠেছে তারা। টেংরা মাছ, পুঁটিমাছ, টাকি মাছসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরায় ব্যস্ত এসব শিশুরা।

মাছ ধরতে আসা আরিফ, হেলাল, লতিফ ও নুরজামাল বলেন, আমরা সবাই মিলে মাছ ধরতেছি। কম বেশি সবাই মাছ পেয়েছি। কাঁদা পানিতে মাছ ধরতে খুবই মজা লাগে। প্রতিবছর বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর আমরা সবাই এভাবেই মাছ ধরি।

স্থানীয় নূরমোহাম্মদ, স্বপন ও জাহিদুল হক বলেন, ছোট ছেলেদের মাছ ধরার দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। সবাই গায়ে কাঁদা লাগিয়ে বেশ আনন্দ ও উল্লাসে মাছ ধরছে।

এ সম্পর্কিত আরও খবর