হিলিতে শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-28 14:41:01

দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসানের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষকরা।

লিখিত অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং এ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতিকে সুপারিশ করা হয়েছে।

জানা যায়, শিক্ষকদের মাসিক বিল নিয়ে হয়রানি, বদলি বাণিজ্য, চাঁদাবাজি, জাতীয় শিক্ষা সপ্তাহ ও মিনা মেলার অর্থ আত্মসাৎ, প্রশ্নপত্রে দুর্নীতি, স্লিপ দুর্নীতি, অসদাচরণসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রীকে গত ২৯ জুলাই একটি অভিযোগ দেওয়া হয়।

দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশায় ভুগছেন শিক্ষকরা।

এদিকে শিক্ষকদের অভিযোগ, ওই শিক্ষা অফিসার, দিনের পর দিন অনিয়ম ও শিক্ষকদের হয়রানি করেই চলেছেন। এছাড়াও ইতোপূর্বে অন্যান্য উপজেলায় দায়িত্বে থাকাকালে শিক্ষা অফিসার মাহমুদুল হাসানের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ থাকায় অন্যত্র বদলি করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরও খবর