নোয়াখালীতে জেলা পুলিশ লাইনে মাছের পোনা অবমুক্ত

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী | 2023-08-07 06:51:56

নোয়াখালী জেলা পুলিশ লাইনে প্রায় ৬ একর আয়তন বিশিষ্ট পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ৩টার দিকে নোয়াখালী জেলা পুলিশ ও পুনাক নোয়াখালী কর্তৃক বিভিন্ন প্রজাতির ৮ মণ মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
উক্ত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন এর নেতৃত্বে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে জেলা পুলিশের পক্ষ থেকে ৬ মণ মৎস্য পোনা অবমুক্ত করেন।

অন্যদিকে, মিসেস তানিয়া আলমগীর সভানেত্রী পুনাক নোয়াখালী নেতৃত্বে পুনাক এর পক্ষ থেকে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহধর্মীনিসহ নারী পুলিশ সদস্য উপস্থিত থেকে ২ মণ মৎস্য পোনা অবমুক্ত করেন।

এসময় জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, জেলায় পুলিশে কর্মরত পুলিশ ও সিভিল স্টাফসহ দেড় হাজার সদস্য ও তাদের পরিবারের আমিষের চাহিদা পূরণের নিমিত্তে পুকুরটিতে মাছ চাষের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাছাড়া সামাজিক ও ধর্মীয় বিভিন্ন উৎসব ও উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য মাছের চাহিদা পূরণ করাও এ কর্মসূচির লক্ষ্য।

 

এ সম্পর্কিত আরও খবর