চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে শিশুরোগী

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-27 11:42:58

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গত কয়েকদিনে হঠাৎ করেই শিশুরোগীর সংখ্যা বেড়ে গেছে। শিশু ওয়ার্ডে মাত্র ১৮টি বেড থাকলেও সেখানে চিকিৎসা নিচ্ছে ১৩০ জন রোগী।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ড ছাড়িয়ে শিশু রোগীদের অবস্থান ঠেকেছে বারান্দা থেকে মেঝে পর্যন্ত। বাড়তি রোগীদের চাপ সামলাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

এদিকে, আউটডোরেও ছিল অনেক শিশুরোগী। ওয়ার্ডের পাশাপাশি এখানেও বাড়তি চাপ নিতে হচ্ছে চিকিৎসকদের।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান জানান, শিশুদের অধিকাংশই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে অল্প কয়েকজন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি আছে। সাধ্যমত চেষ্টা করা হচ্ছে সব শিশুকেই সুস্থ করে তুলতে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানান, সদর হাসপাতালটির শয্যা সংখ্যা ১০০। আর জনবল কাঠামো রয়েছে ৫০ শয্যার। এখানে প্রতিদিন প্রায় ২৫০ জনের বেশি রোগী ভর্তি থাকছে। এই নিয়ে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জনবল কাঠামো না বাড়ালে এ সমস্যা কাটানো সম্ভব না।

এ সম্পর্কিত আরও খবর