দিনাজপুরের ফুলবাড়ীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৬ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী দৌলতপুর গ্রামের আবেদুল মেম্বারের ছেলে ফরহাদ (৩৫) ও রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং দিনাজপুর সদর উপজেলার আসিক (২৮)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান জানান, মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বাজিতপুর মোড় নামক স্থানে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী ধানের ক্ষেতে পড়ে যায়। পরবর্তীতে রাত সাড়ে ৯টায় সেই ট্রাকটিকে ধানের ক্ষেত থেকে উঠানোর জন্য আরেকটি ট্রাক কাজ করছিল।
অন্যদিকে ফুলবাড়ী থেকে তিনটি মোটরসাইকেলে করে নয়জন আরোহী দিনাজপুরে যাচ্ছিলেন। এ সময় ওই তিন মোটরসাইকেল উদ্ধার কাজে ব্যবহৃত ট্রাকটি ওভারটেক করতে যায়। তখন বিপরীত দিক থেকে আসা ফুলবাড়ীমুখী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান এবং ৬ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসসহ চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।