‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-27 14:04:05

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার (২৮ আগস্ট) থেকে দুই দিনব্যাপী এ নাটকের প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে এ নাটক প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী উপস্থিত ছিলেন।

নাট্যজন লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এ নাটকে অভিনয় করেন।

বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এ বিষয়কে কেন্দ্র করে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানী শাসন ও শোষণ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন, ৭৫-এর ১৫ আগস্ট জাতির জনককে হত্যার প্রতিটি ঘটনা এ নাটকে তুলে ধরা হয়।

নাটকটি উপভোগ করেন আগত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) একই নাটক প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে নাট্য প্রদর্শনীর।

এ সম্পর্কিত আরও খবর