টাঙ্গাইলের বাসাইলে গুল্লাহ এলাকায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার (২৮ আগস্ট) সকালে বাসাইল উপজেলার গুল্লাহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার গুল্লাহ এলাকায় গ্রামের কিশোর-কিশোরীরা শাপলা তুলতে যাওয়ার সময় পাশের একটি গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয় ইউপি সদস্য আকবর আলী ওরফে ধলা মিয়া পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে। মরদেহের গায়ে ও মুখে কাদামাটির চিহ্ন দেখে মনে হয় তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা বলে ধারনা করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। দ্রুতই এ হত্যাকাণ্ডসহ নিহতের পরিচয় সনাক্তের কাজ শুরু হবে।