ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী | 2023-08-25 15:23:30

নীলফামারী জেলার ডোমার উপজেলায় কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোবদের আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

তাকে উদ্ধার করার সময় তার পুত্রবধূ উম্মে কুলসুম আহত হন। মৃত সোবদের আলী ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামের মৃত হাকিম মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (২৮ আগস্ট) দুপুরে গোসল শেষে বাড়ির আঙ্গিনায় কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বাড়ির লোকজন দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোবদের আলীকে মৃত ঘোষণা করেন। আহত উম্মে কুলছুম চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর