ঝিনাইদহে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন অসুস্থ

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-08-20 20:38:33

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১জন সদস্য অসুস্থ হয়েছেন।

বুধবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, বেথুলী গ্রামের কালীপদ ঘোষ, তার স্ত্রী অনিতা ঘোষ, দু’পুত্র নারান ও জয়কৃষ্ণ, পুত্রবধূ লিলি ঘোষ ও শ্যামলী ঘোষ, শিশু নাতী তিথি, বন্যা, বৃষ্টি, সীমান্ত ও খেয়ালী।



স্থানীয়রা জানান, কালীপদ ঘোষের যৌথ পরিবারে মোট সদস্য সংখ্যা ১১ জন। বুধবার সকালে পরিবারের সবাই সকালের খাবারে কুমড়া, বেগুন, কচুদিয়ে তৈরি খাবার খেয়েছিল। দুপুরের পর থেকেই তারা সবাই অসুস্থ বোধ করতে থাকে। সন্ধ্যার পর কালীপদ ঘোষের স্ত্রী অনিতা ঘোষ (৫৫) অচেতন হয়ে পড়ে। এক পর্যায়ে সবাই অসুস্থ হয়ে যায়। পরে প্রতিবেশীরা খবর পেয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার সঙ্গিতা চৌধুরী বলেন, 'প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে খাদ্যে বিষাক্ত পদার্থ থাকার কারণে তারা সবাই অসুস্থ হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর