নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা আমিনুল ইসলাম ওরফে সোনা মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় ভাতিজা মামুন বিল্লাহকে (২২) আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে মাসখানেক আগে উপজেলার কৈলাটি ইউনিয়নের চাকুরিয়া মাছিম গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ওরফে সোনা মিয়ার সঙ্গে তার ভাতিজা মামুন বিল্লাহর বিরোধ দেখা দেয়।
এরই জের ধরে গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে চাচা সোনা মিয়া স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার পথে ভাতিজা মামুন তাকে ছুরিকাঘাত ঘরে মারাত্মক আহত করে।
পরে সোনা মিয়াকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিমের বলেন, 'অভিযুক্ত ভাতিজা মামুনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।