হাজীগঞ্জে পাট নিয়ে ব্যস্ত চাষিরা

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর | 2023-08-30 05:29:41

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এবার পাটের ভালো ফলন পেয়েছেন চাষিরা। তবে পাট জাগ দিতে পানির অভাব থাকায় দুর্ভোগের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় চাষিরা একই জমিতে বছরে তিনবার ফসল ফলান। ঘরে আলু তোলার পর পাট চাষাবাদ করেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) উপজেলার উত্তরাঞ্চলে গিয়ে দেখা গেছে, পাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ পাট থেকে আঁশ আলাদা করছেন। কোথাও চাষিরা পাট কাটছেন ও পানিতে জাগ দিচ্ছেন।

কালচোঁ ইউনিয়নের চাষি ফজলুল হক জানান, এবার পাটের ফলন ভালো, তবে পানি কম। তারপরও পাট নিয়ে সবাই খুশি।

উপজেলা কৃষি অধিদফতরের সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘হাজীগঞ্জ উপজেলায় চলতি বছর ৫৯০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গতবছর হয়েছিল ৬৩০ হেক্টর। তবে এবার পাটের ফলন ভালো হয়েছে। দাম নিয়েও খুশি চাষিরা।’

তিনি আরো বলেন, ‘উপজেলায় প্রায় সাড়ে আটশ বেল পাট উৎপাদন হয়েছে। প্রতি ২০০ কেজিতে এক বেল ধরা হয়। উত্তরাঞ্চলের রাজারগাঁও, হাটিলা, কালচোঁ ও বাকিলা ইউনিয়নে পাট চাষ বেশি হয়।’

হাজীগঞ্জ উপজেলা জেলা কৃষি কর্মকর্তা নয়নমণি সূত্রধর বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘হাজীগঞ্জ উপজেলায় দেশি ও বগি জাতের পাট চাষ হয়। প্রতি মণ দেশি পাট এক হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। আর বগি পাট ১৫০০-১৭০০ টাকা দরে বিক্রি হয়।’

এ সম্পর্কিত আরও খবর