গণসংহতি আন্দোলনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করেছে দলটির নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।
এর পর সংক্ষিপ্ত এক সভায় দলটির কেন্দ্রীয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ বলেন, গণসংহতি আন্দোলন ২০০২ সাল থেকে মানুষের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা ও নায্য অধিকার আদায়ের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে তা আগামীতেও শক্তিশালীভাবে চালিয়ে যাবে।
সভা শেষে নারায়ণগঞ্জের ভাষা সৈনিক মমতাজ বেগম, গণসংহতি আন্দোলনের প্রয়াত কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আব্দুস সালাম ও শ্রুতি সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা রনজিত কুমারের স্মৃতিতে বৃক্ষ রোপণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত কবি আমজাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের জেলা সভাপতি তরিকুল সুজন, সাধারণ সম্পাদক অঞ্জন দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল আকাশ, শাহীন মাহমুদ, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব, সাধারণ সম্পাদক ইলিয়াস জামান প্রমুখ।